শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে ঝুঁকছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি আন্তর্জাতিক কোম্পানিগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে ঝুঁকছে। এই অঞ্চলগুলো্র মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা, সরবরাহ চেইন, অনুকূল সরকারি নীতি ও উন্নত অবকাঠামো। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো অধিগ্রহণ ও একীভূত করার মাধ্যমে সম্প্রসারণ করে চলছে কার্যক্রম, যা আগামী দিনগুলোয় অব্যাহত থাকবে।

বিদেশী ব্যবসা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১২ মাসের মধ্যে ২৩ দশমিক ২ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। গত বছরের সম্প্রসারণ ছিল ২০ দশমিক ১ শতাংশ। বিশ্বের এক-চতুর্থাংশ ব্যবসাই তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়াকে বিবেচনায় নিয়েছে। ২০২৪ সালের মধ্যে এ অনুপাত আরো বাড়বে।

এইচএসবিসির বৈশ্বিক জরিপে দেখা যায়, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কোম্পানিগুলো অধিগ্রহণের দিকে ঝুঁকছে। জরিপে অংশ নেয়া ৬৫ শতাংশ ব্যবসাই চীনের। প্রতিষ্ঠানগুলো ২০২৪ সাল নাগাদ অঞ্চলটিতে নিজেদের উপস্থিতি জানান দিতে চায়। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির হিস্যা ৫০ শতাংশের কম।

যেসব প্রতিষ্ঠান এর মধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়ায় উপস্থিত, তারা তাদের উপস্থিতি সম্প্রসারণ করতে চায়। বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড পেয়েছে গুরুত্ব। এইচএসবিসি সিঙ্গাপুরের বাণিজ্যিক প্রধান রেজিনা লি জানিয়েছেন, অঞ্চলটিতে বৈশ্বিক গ্রাহকের তহবিল, বাণিজ্য ও লেনদেন কার্যক্রম ক্রমেই বাড়ছে। ব্যাংকটি গ্রাহকের জন্য নতুনভাবে বিন্যস্ত হচ্ছে সক্ষমতা বাড়িয়ে, যাতে অঞ্চলটির গ্রাহক ও বৈশ্বিক ব্যবসায়ীরা সহযোগিতা লাভ করে।

২৫ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনলাইনে জরিপ হয়। তাতে অংশগ্রহণ করে প্রায় ৩ হাজার ৫০০ কোম্পানি, যাদের কমপক্ষে ৫০ লাখ ডলার বিক্রির রেকর্ড রয়েছে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে চীন, ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা ছিল।

আর.এইচ/ আই.কে.জে/

সিঙ্গাপুর

খবরটি শেয়ার করুন